৭০ বছরের ইতিহাসে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি দেখা যায় নিঃ অভিষেক মনু সিঙ্ঘভি

Spread the love

মেঘ সরে যাচ্ছে ৷ মহাজোট তৈরি হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ৷ বিজেপিকে হঠাতে হবে, এটাই দেশের আহ্বান, সাধারণ মানুষের আহ্বান ৷ মোদি সরকার আর চাই না ৷ ৭০ বছরের ইতিহাসে প্রতিশোধের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এর আগে দেখা যায়নি। বিভাজনের রাজনীতি চলছে দেশজুড়ে ৷ শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে এই ভাষাতেই মোদী সরকারকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি ৷

পাশাপাশি বাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে যে দড়ি টানাটানি চলছে সেই প্রসঙ্গেও বিজেপিকে তুলোধনা করতে ছাড়লেন না অভিষেক ৷ তিনি বলেন, ৪০ দিনের রথযাত্রার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ এই সরকার তা হতে দেয়নি ৷ সুপ্রিম কোর্ট রাজ্যের মতকেই সমর্থন দিয়েছিল ৷ বিজেপি প্রাণহানির পরোয়া করে না ৷ তারা সস্তা রাজনীতি করে, ভোটের রাজনীতি করে ৷

এছাড়াও বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, ভোট বিভাজন রুখতে হবে ৷ ভোট ভাগ রুখলে গোরখপুর, ফুলপুরের মতো ফলাফল হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*