মেঘালয় শাসন করবে এখানকার ভূমিপুত্র: তুরায় বার্তা অভিষেকের

Spread the love

উত্তর-পূর্বের রাজ্যগুলিকে পাখির চোখ করে নিজেদের সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যে মেঘালয় সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেঘালয়ের তুরায় এক জনসভায় উপস্থিত হয়ে দিল্লি বিজেপি সরকারকে তুলোধোনা করার পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, “মেঘালয় এখানকার ভূমিপুত্র দ্বারা পরিচালিত হবে, দিল্লি বা গুয়াহাটি দ্বারা নয়।”

পূর্ব এবং দক্ষিণ-পূর্ব চিরকাল উপেক্ষিত থেকেছে
মেঘালয় দিল্লির কাছে মাথা নত করবে না। অল্প দিনেই ১ লক্ষ সক্রিয় সদস্য তৈরি হয়েছে মেঘালয়ে নেতৃত্বের অভাবে গত সাড়ে চার বছর ধরে মেঘালয় পিছিয়ে রয়েছে, এবার উন্নয়ন দরকার। একমাত্র রাজনৈতিক দল তৃণমূল যে মাথানত করে না বিজেপির কাছে। মেঘালয় এখানকার ভূমিপুত্র দ্বারা পরিচালিত হবে, গুয়াহাটি বা দিল্লি দ্বারা নয়। আগামী দিনে মেঘালয়ের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। মেঘালয়ে উন্নয়নের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু উপেক্ষিত থাকার জেরেই এখানকার মানুষ বঞ্চিত। অসমের এনআরসিতে মেঘালয়ের মানুষকে প্রমাণ করতে হচ্ছে তারা মেঘালয়ের, এটা অপমান।
গারো, খাসি ভাষাকে সাংবিধানিক মর্যাদার দাবি তুলেছিল তৃণমূল, সংসদে তার বিরোধিতা করে বিজেপি। ডবল ইঞ্জিনের অর্থ হলো, ওরা দিল্লি লুটবে, মেঘালয় লুটবে, গুয়াহাটি লুটবে
এনপিপি-বিজেপি দুটি দল মিলে মেঘালয়ের সাধারণ মানুষকে লুটছে‌। মেঘালয়ের টাকা লুট হয়েছে অথচ এখানে ইডি সিবিআই হয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*