রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ সেবাই হল একজন সঠিক রাজনীতিবিদের কাজ। আর সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে নতুন বছরের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে মেগা স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’। যা তৃণমূল সাংসদের ৭টি বিধানসভা কেন্দ্রে ১০দিন করে এই শিবির চলছে। যাতে কয়েক হাজার মানুষ উপকৃত হচ্ছেন প্রতিদিন। এখন পর্যন্ত এই শিবির থেকে কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। শনিবার সকালে অভিষেক জানান বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ৪৭টি স্বাস্থ্য শিবিরে ৯,১৫২ জন মানুষের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ৯,১১৬ জন রোগী বিনামূল্যে ওষুধ পেয়েছেন। ৮,০৬৫ জন রোগীর রোগনির্ণয় করে পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এরপরই অভিষেক লেখেন, “জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব নীতি নির্ধারণ বা আইন পরিষদে বিতর্কের গণ্ডি ছাড়িয়ে যাওয়া। প্রকৃত নেতৃত্ব হলো জনগণের কাছে পৌঁছে তাদের পাশে দাঁড়ানো এবং হাতে-কলমে তাদের সমস্যার সমাধান করা। আর এই ‘সেবাশ্রয়’ এই নীতিকেই প্রতিষ্ঠিত করে, যা আমাদের স্বচ্ছ, সহমর্মী এবং কার্যকর শাসনের প্রতি প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলেছে।”
Be the first to comment