একুশের মহারণের মুখে বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ জানালেন তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারে বিজেপিকে চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, উন্নয়নের নিরিখে ১০-০ গোলে বিজেপিকে হারাব। যদি হারাতে না পারি তাহলে রাজনীতির আঙিনায় পা রাখব না।
পদ্মশিবিরকে নিশানা করে অভিষেক আরও বলেন, ‘একটা সরকার কী কাজ করেছে, তার রিপোর্ট কার্ড থাকা দরকার। তথ্য-পরিসংখ্যান সামনে রেখে লড়াই করা হোক। ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, আর ৭ বছরে নরেন্দ্র মোদী কী করেছেন? তাঁর রিপোর্ট কার্ড কোথায়?’
এদিন বিজেপিকে আক্রমণ করে অভিষেক আরও বলেন, ‘ভাঙা পা নিয়েই তৃণমূলনেত্রী নেমেছেন। ভাঙা পায়েই যুদ্ধ হবে। জয় ছিনিয়ে আনব আমরা। একথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতাকে যতই আক্রমণ করুণ না কেন, তিনি আত্মসমর্পণ করবেন না। গলা কেটে দিলেও বশ্যতা স্বীকার করবেন না।’ যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি’, স্লোগানও দেন অভিষেক।
পাশাপাশি বিজেপির জামানত বাজেয়াপ্ত করা হবে বলেও এদিন সোচ্চার হন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর কথায়, আমরা স্বামীজির গেরুয়া রঙে বিশ্বাস করি। যোগী আদিত্যনাথের গেরুয়া রঙকে বিশ্বাস করি না।
বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলার সংস্কৃতি জানেন না বলেও এদিন সরব হন অভিষেক। তিনি বলেন, ভোটের ফল বেরোনোর পর বহিরাগতরা লখনউ এক্সপ্রেস, ভোপাল এক্সপ্রেসে করে চলে যাবেন। জ্বালানির দামবৃদ্ধির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘দেখুন আজ কী অবস্থা। বিজেপিকে ভোট দিলে কী হয় দেখুন। হঠকারী জনবিরোধী সিদ্ধান্তের জন্য ভারত অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে।’
Be the first to comment