অভিষেকের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, প্রকট হলো ঘর ওয়াপসির জল্পনা

Spread the love

অবশেষে কি গলল বরফ? তৃণমূলে কি সত্যিই ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? শুক্রবার কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে তাঁকে দেখা যাওয়ার পর এমনই সব জল্পনা শুরু হয়েছে। এদিন ২ জনের মধ্যে সদর্থক কথা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন রাজীব। ডোমজুড়ে ৫০ হাজার ভোটে হারার পর তাঁকে তৃণমূলের একাধিক নেতার বাড়িতে দেখা যায়। অপরদিকে দিকে বিজেপির একের পর এক বৈঠক এড়িয়ে গিয়েছেন তিনি। এমনকী বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে একাধিক পোস্ট করেছেন সোশ্যাল সাইটে।

মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরই পুরনো দলে ফেরার তৎপরতা বাড়ান রাজীব। পরদিনই দেখা করেন কুণাল ঘোষের সঙ্গে। মাতৃবিয়োগের পর পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। মুকুল রায়ের স্ত্রী বিয়োগের পর তাঁর বাড়িতেও দেখা গিয়েছিল রাজীবকে। এত দৌড়ঝাঁপের পর অবশেষে কি তৃণমূলের দরজা খুলেছে রাজীবের জন্য?

শুক্রবার রাজীব ও অভিষেকের মধ্যে ৩০ মিনিট বৈঠক হয়। ঘনিষ্ঠ মহলের মতে, এত দীর্ঘ বৈঠক যখন হয়েছে তখন পরিবেশ অনুকূলই ছিল। তবে তৃণমূলে ফেরার পর রাজীববাবু কী পদ পাবেন তা নিয়ে জল্পনা জারি রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*