অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বাড়িতেও হানা দিলো CBI, টুইট খোঁচা শুভেন্দুর

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর শ্যালিকার বাড়িতেও পৌঁছে গেলেন CBI-র আধিকারিকরা। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ পঞ্চসায়র এলাকায় হাইল্যান্ড পার্কে পৌঁছন তাঁরা।

সূত্রের খবর, সেখানেই থাকেন তৃণমূল সাংসদের শ্যালিকা মেনকা গম্ভীর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকেও নোটিশ দেওয়া হয়েছে।

CBI সূত্রে খবর, এদিন বাড়িতে ছিলেন না মেনকা। তাঁর নামে একটি নোটিশ দিয়ে আসেন আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ ফের জিজ্ঞাসাবাদের জন্য আসবেন CBI আধিকারিকরা।প্রসঙ্গত, এদিন দুপুর ২টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ দেওয়া হয়। বেআইনি কয়লা পাচার মামলায় সাক্ষী হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে CBI সূত্রে খবর। রুজিরা বাড়ি না থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষাতেও ছিলেন তদন্তকারী আধিকারিকরা।

এরই মধ্যে ১৮৮/এ হরিশ মুখার্জি রোডের বাড়িতে একটি কালো গাড়ি আসা নিয়ে রহস্য তৈরি হয়েছে। সাংবাদিক এবং পুলিশকর্মীদের ভিড়ের মধ্যেই আচমকা পার্কিং লটে প্রবেশ করতে দেখা যায় গাড়িটিকে। যদিও কালো কাঁচে ঢাকা গাড়িতে কে ওই বাড়িতে ঢোকেন তা জানা যায়নি।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে প্রথম থেকেই সরব হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজও সিবিআই রুজিরা ও মেনকাকে আইনি নোটিশ পাঠানোর পর টুইট করেন শুভেন্দু। পাশাপাশি মেনকা গম্ভীর সবুজ সাথী প্রকল্পের সাইকেল দূর্ণীতির সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করেন তিনি।

দেখুন টুইট!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*