মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফের আপত্তিকর মন্তব্য দিলীপ ঘোষের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, বাংলায় কখনও উনি বলছেন বাংলার মেয়ে, আবার গোয়ার গিয়ে বলছেন গোয়ার মেয়ে৷ এর পরই দিলীপের সংযোজন, ওনার কি বাবা-মায়ের ঠিকনা নেই? যা খুশি বলে দিচ্ছেন?
মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। পর পর তিন বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এক জন মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এই মন্তব্য নিঃসন্দেহে আপত্তিকর। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অভিষেক টুইটে লিখেছেন, এমন কুরুচিকর মন্তব্যের জন্য গ্রেফতার করার সময় এসে গিয়েছে।
আলটপকা কথা আর দিলীপ ঘোষ- যেন একে অপরের সঙ্গে জড়িত। গত বিধানসভার নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়েছিলেন। সেই সময়ে পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে চেপেই প্রচার করতেন তৃণমূল নেত্রী। তখন দিলীপ বলেছিলেন, বারমুডা পরলে তো আর কষ্ট করে প্লাস্টার দেখাতে হয় না! সেই কথা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সরব হয়েছিল তৃণমূল। দলের মধ্যেই অনেকে দিলীপের সেই মন্তব্যের আপত্তি জানিয়েছিলেন। এ বার ফের একবার বিতর্কের জন্ম দিলেন সর্বভারতীয় বিজেপির অন্যতম সহ-সভাপতি।
অভিষেক এদিন লিখেছেন, এই আলগা জিভ কবে নিয়ন্ত্রণ হবে? বিজেপি নেতারা যে ভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তা লজ্জার।
Be the first to comment