দুর্নীতি-তোলাবাজির প্রমাণ দিন, ফাঁসির কাঠে যাব; শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

Spread the love

রবিবার ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে জনসভা করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেপি নাড্ডা ডায়মন্ড হারবার থেকে ঘুরে যাওয়ার পর এবার নিজের লোকসভা কেন্দ্রে জনসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই ডায়মন্ড হারবারের দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয় । সেই প্রসঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষোভ থাকলে তার বহিঃপ্রকাশ ইটের মাধ্যমে নয়, ইভিএমের মাধ্যমে হবে।

সম্প্রতি বিভিন্ন বিজেপি নেতারা নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। পদ্মশিবিরে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন তোলাবাজ ভাইপো হটাও। আর এই বিষয়টিকে যে মোটেও ভালোভাবে নেননি তৃণমূল যুব সভাপতি, সেটা আজ খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে নাম না করে এক হাত নিয়ে তিনি বললেন, আমি ইডি, সিবিআইকে ভয় পাই না। প্রমাণ করে দেখাও কোথায় তোলাবাজি করেছি। ইডি-সিবিআই লাগবে না, নিজে থেকেই ফাঁসির কাঠে চলে যাব।

তোলাবাজি প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশে বলেন, সারদা-নারদায় তোমার নাম উঠেছে। আমার নাম নেই। আমাকে কীভাবে তোলাবাজ বলছ? তোলাবাজ তুমি।

পাশাপাশি, গরুপাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক প্রসঙ্গেও আজ দিলীপ-শুভেন্দু-মুকুলকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্মরণ করিয়ে দেন গোরুপাচার হয় সীমান্ত দিয়ে। সীমান্তে দায়িত্বে রয়েছে বিএসএফ।

অন্যদিকে কয়লাখনিগুলির দায়িত্বে রয়েছে সিআইএসএফ । দুটিই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সেখানে তৃণমূলের তুলনায় যে কেন্দ্রের শাসকদল বিজেপির হাত থাকার সম্ভাবনা বেশি, সেই কথাও উসকে দেন তিনি। একই সঙ্গে রাজ্যে যে দলবদলের পালা চলছে, সেই সংক্রান্ত বিষয়েও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। নাম না করে “পালটিবাজ”, “মেরুদন্ডহীন” বলতেও ছাড়লেন না তৃণমূল যুব সভাপতি। বললেন, তোমার বাবা-ভাই তো এখনও তৃণমূল করে। একই বাড়িতে থাকো। তোমার লজ্জা করে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*