অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকি..

Spread the love

অমৃতা ঘোষ:-

আর জি কর কান্ডের রেশ যেন সর্বত্রই ছড়িয়ে পড়েছে। দিকে দিকে মানুষ দোষীদের বিচারের দাবিতে আওয়াজ তুলছে। এরই মাঝে জায়গায় জায়গায় নারী নির্যাতন, ধর্ষণ এই খবর গুলি যেনো কিছুতেই পিছু ছাড়ছেনা। সদ্য আরো একটি ঘটনা নিয়ে সরব রাজনৈতীক মহল থেকে শুরু করে শিশু সুরক্ষা কমিশন।
এবার রাজ্যের শাসকদলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকির ভিডিও ভাইরাল! আর তা দেখেই প্রতিবাদে গর্জে উঠল গোটা দল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, সাকেত গোখলেরা সোশাল মিডিয়ায় পোস্ট করে তোপ দেগেছেন বিজেপিকে। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে শিশু সুরক্ষা কমিশন।
ভাইরাল হওয়া ভিডিওতে জনৈক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তার জন্য আর্থিক পুরস্কারের কথাও বলা হচ্ছে। আর জি করের ঘটনার প্রতিবাদে একটি জমায়েত থেকেই ওই ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘ রোজদিন’ ।

এই নিয়ে দলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘‘আপনাদের নোংরা কৌশলের মাধ্যমে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। আগেও এরকম করেছেন। কিন্তু এবার আপনারা সব সীমা অতিক্রম করে ফেললেন। শিশুদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যাকে এই ধরনের হুমকি! প্রতিবাদের ভাষা নেই। এখনই এসব বন্ধ করুন।”

A mob of BJP cadres caught on video offering an “award” to rape the minor daughter of our Natl Gen Sec!

Are these “protestors”? Threaten to rape your political opponent’s minor daughter?

These monsters must be ERADICATED to ensure that our society gets at least a little safer.

https://x.com/SaketGokhale/status/1827990022357925981?t=MPVnA0bFsLy9FcWCjHm0zA&s=09

এই পোস্ট রিটুইট করেছেন আরেক সাংসদ সাকেত গোখলে। তিনি বিষয়টি নিয়ে শিশু সুরক্ষা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে, এমন নিন্দনীয় অভিযোগকে বেশ গুরুত্ব দিয়ে দেখেছে শিশু সুরক্ষা কমিশন। তারাও বিবৃতি দিয়ে জানিয়েছে, এ ধরনের হুমকি একেবারেই বেআইনি। পকসো, UNCRC-সহ একাধিক আইনি ধারায় মামলা দায়ের করা উচিত। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারির জন্য পুলিশের কাছেও আর্জি জানিয়েছে কমিশন।

এই নিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”অত্যন্ত আপত্তিকর বিষয়। এখন তো সেলিম, সুকান্তবাবুরা মুখ খুলছেন না। অভিষেকের পরিবারকে টেনে যে ভয়ংকর কথা বলা হয়েছে, এর প্রতিবাদ এখন কেউ করবেন না? রাজনীতি করতে গিয়ে তৃণমূলের নেতা অভিষেকের পরিবারকে কীভাবে আক্রমণ করছেন, একজন বাম অভিনেত্রী পারভার্ট তিনি বিকৃত পোস্ট করছেন, সেগুলোর প্রতিবাদ করবেন না?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*