রোজদিন ডেস্ক,কলকাতা :- ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্মিত সেবাশ্রয় থেকে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মিলছে অবিশ্বাস্য সাড়া। গত ২৪ ঘন্টায় বিপুল রেজিস্ট্রেশন। বিনামূল্যে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সব সুবিধা। কর্মসূচিটি উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক শিরোনামে উঠে এসেছে,গত ২৪ ঘণ্টায় ৫ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে ।
সেবাশ্রয় ডায়মণ্ড হারবারের ২৩ লক্ষ বাসিন্দাকে আধুনিক ডায়াগনস্টিক সেবা বিনামূল্যে প্রদান করছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসা করে, ডায়মণ্ড হারবারের কামারপোল ওয়ার্ডের একজন উপভোক্তা সাকিনা খাতুনের আত্মীয় জানান, সেবাশ্রয়ের প্রথম দিনেই আমরা মাকে একটি শিবিরে নিয়ে আসি। ডাক্তাররা তাংকে খুব যত্ন সহকারে চিকিৎসা করলেন এবং ডায়মণ্ড হারবার হাসপাতালে রেফার করলেন। সেখানেও তিনি দুটি ব্যয়বহুল মেডিকেশন বিনামূল্যে পেয়েছেন। এখন, তিনি সুস্থ আছেন, ভাল আছেন।
Be the first to comment