ঋষভ ঘোষঃ
প্রতিদিনের পড়াশোনায় হচ্ছি ভীষণ বোর
টিচারগুলো সর্বসময় দিচ্ছে ভারি জোর
মাথার ভেতর পোকাগুলো করছে কেন শোর ?
সাবজেক্ট আর সিলেবাসে হচ্ছি নাজেহাল
প্রজেক্টগুলো আছে বটে করবে খারাপ হাল
আগে পিছে নেইতো কেউ ধরার মতো ঢাল..!
অঙ্ক কেন এমন লাগে ফাস্ট বোলারের গোলা?
বিজ্ঞান আর ভূগোল যেন ভূমিকম্পের দোলা
বাকি সবই একপ্রকার আলমারীতে তোলা।
বাবা মা এর চোখরাঙানি চলে সর্বক্ষণ
তবুও কেন এড়িয়ে চলে অবুঝ এই মন ?
উপায় খুঁজি ভালো হবার এমন সন্ধিক্ষণ…।
Be the first to comment