প্রয়াত পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল, শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

Spread the love

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডলের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে প্রকাশিত শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ বর্ধমানের মন্তেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রয়াত আবু আয়েশ মন্ডল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। আবু আয়েশ মণ্ডল মন্তেশ্বরের বিধায়ক ও কাটোয়ার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন।

শোকবার্তায় সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি আবু আয়েশ মণ্ডলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

প্রসঙ্গত ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর থেকে সিপিআইএমের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করেন তিনি। ২০০৬ লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হন তিনি।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন, ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ১২২/আইসিএ/এনবি
তারিখঃ ০৬/১১/২০২০

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডলের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ বর্ধমানের মন্তেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। আবু আয়েশ মণ্ডল মন্তেশ্বরের বিধায়ক ও কাটোয়ার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন।

আমি আবু আয়েশ মণ্ডলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*