বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদ, যাদবপুর চলোর ডাক ABVP-এর

Spread the love

বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে ‘যাদবপুর চলো’ কর্মসূচির ডাক ABVP-এর। সোমবার বেলা ১১টা থেকে শুরু হয় জমায়েত ৷ দুপুর ১টা নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয় মিছিল ৷ এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ৮B বাসস্ট্যান্ডে একটি পথসভাও করার কথা তাদের। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ইতিমধ্যে মিছিলের জন্য শনিবার রাতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন ABVP-এর সদস্যরা।

ABVP-এর অভিযোগ, বাম ছাত্র সংগঠনের সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে ৷ পাশাপাশি, ABVP-এর ছাত্র সংগঠনের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হচ্ছে। তাদের দাবি, এই ঘটনায় দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া, ABVP-এর সদস্যদের সুষ্ঠভাবে ক্লাসের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*