বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ABVP-এর

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করলো ABVP। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত বাবুল সুপ্রিয়র হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভ চলবে।

তাদের বক্তব্য, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ABVP ইউনিটের একাধিক পড়ুয়ার উপর হামলা চালানো হয়। ABVP-এর সহ সভাপতি সুবীর হালদার বলেন, বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে আজ আমাদের এই অবস্থান-বিক্ষোভ। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। নাহলে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ চলবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পালও ৷ তখন SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তাঁরা ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের হস্তক্ষেপে সেখানে তাঁর গাড়িতে করেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ তাঁকে হেনস্থার অভিযোগে যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি ও ABVP নেতৃত্ব ৷ পাল্টা যাদবপুরের ছাত্র ইউনিয়ন রুমে ভাঙচুরের জন্য ABVP-কে দায়ি করেছে যাদবপুরের পড়ুয়ারা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*