দাড়িভিটের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মিছিল করলো এবিভিপির ছাত্র সংগঠন

Spread the love

দাড়িভিটেতে ছাত্রহত্যার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা সহ জেলার নানা প্রান্তে মিছিলে পা মেলালেন এবিভিপির ছাত্র সংগঠনের সদস্যরা। দাড়িভিটের পাশাপাশি, বাংলাদেশ থেকে আগত হিন্দুশরণার্থীদের নাগরিকত্ব ও সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ পাশের দাবিতেও মিছিল থেকে সুর চড়ালেন এবিভিপির সদস্যরা। হাওড়া, শিয়ালদা স্টেশন ও বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল এসে রানি রাসমনি অ্যাভিনিউতে শেষ হয়। সামিল হন কয়েক হাজার এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য। মিছিলে পা মেলান দাড়িভিটের ২ মৃত ছাত্রের পরিবারের সদস্যরাও।

তবে, এদিনের মিছিলে অনেকেই ছিলেন স্কুল পড়ুয়া, যাঁদের বয়স ১৮ বছরের কম। তাঁরা স্পষ্ট জানান, নিয়ম না থাকলেও, নিজেদের অধিকার বুজে নিতেই এই মিছিলে অংশ নিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া বিজেপি। রথযাত্রা কর্মসূচির আগে শহরে আসছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা। তার আগেই সংগঠনকে শক্তিশালী করতে বিশেষ পদক্ষেপ বিজেপি ছাত্রসংগঠনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*