ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়েছে যাত্রী বোঝাই একটি এসইউভি গাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। পুলিশ জানিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তিনজন শিশু এবং পাঁচজন মহিলা।
বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে রোটাং পাসের কাছে মানালি-লেহ হাইওয়েতে। আচমকা ধস নামা এবং খারাপ আবহাওয়ার জন্য কুলু’র এই অঞ্চল পরিচিত। কুলু পুলিশের এসপি শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, মানালি থেকে চাম্বা জেলার পাঙ্গিতে যাচ্ছিল ওই এসইউভি গাড়িটি। পথচলতি স্থানীয়রাই প্রথম দেখতে পান দুমড়ানো মোচড়ানো অবস্থায় রোটাং পাসের কাছে রানি নালার মধ্যে পড়ে রয়েছে একটি এসইউভি গাড়ি। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন তাঁরা।
ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। এরপর গাড়ির ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে শনাক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি একেবারেই দুমড়ে যাওয়ায় দেহগুলি বের করতে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলকে। পুলিশের অনুমান, খারাপ আবহাওয়া এবং ঘন কুয়াশা থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
Be the first to comment