বিহারের দুটি দুর্ঘটনায় ৮ জনের অস্বাভাবিক মৃত্যু

Spread the love

বিহারের দুটি দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ মোট আটজনের মৃত্যু হলো ৷ সেপটিক ট্যাঙ্কে নেমে দমবন্ধ হয়ে মৃত্যু হলো একই পরিবারের চারজনের ৷ মুজফফরপুরের মীনাপুর ব্লকের মধুবন গ্রামের ঘটনা ৷ মঙ্গলবার সকাল ৮টায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ অন্যদিকে রোহতাস জেলার নোকা এলাকার আমেঠি রাজ ওয়ারের একটি খাল থেকে উদ্ধার হয় চারটি মৃতদেহ ৷ তাদের মধ্যে একটি দেহ মহিলার, দু’টি নাবালিকার ও একটি শিশুর ৷ নাবালিকাদের বয়স আনুমানিক ১০ বছর ও ৮ বছর ৷

মধুবন গ্রামের এক বাসিন্দা মধুসূদন সাহানি এক মাস আগে শৌচালয়টি তৈরি করেছিলেন। আজ সকালে তিনি শৌচালয়ের সেপটিক ট্যাঙ্কটি পরিষ্কারের জন্য ভিতরে নামেন ৷ কিছুসময় পর তিনি উঠছেন না দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের ৷ তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কে পরপর নামেন তাঁর ছেলে কৌশল কুমার, ভাইপো বীরকুমার সাহানি, ভাই ধর্মেন্দ্র সাহানি ৷ কিন্তু ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাঁদের প্রত্যেকের মৃত্যু হয় ৷ জেলা প্রশাসনের তরফে একটি প্রতিনিধি দল গ্রামে পৌঁছায় ৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অন্যদিকে রোহতাসের খাল থেকে উদ্ধার মৃত মহিলা সহ বাকিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ মনে করা হচ্ছে তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*