লাইনচ্যুত হয়ে গেলো দিল্লি-হাওড়া কালকা মেলের দু’টি বগি। শনিবার রাত দেড়টা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ট্রেনটি। হতাহতের কোনও খবর নেই। তবে, এর জেরে বাতিল হয়েছে পূর্ব রেলের কয়েকটি ট্রেন।
এবিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের শেষ দুই কামরা লাইনচ্যুত হয়। প্রায় মধ্যরাতের এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের পরিষেবাতে প্রভাব পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গেছে, পাঁচটি লোকাল ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে চালানো হচ্ছে।
পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। রবিবার শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে দেরিতে ছাড়ে। এছাড়াও পূর্ব রেলের কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটায় এবং কামরা দু’টি সেই সময় খালি থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। রাত সাড়ে তিনটে নাগাদ সরিয়ে ফেলা হয় কামরাগুলিকে। এধরনের দূর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
এছাড়াও, রেল সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময়ে প্ল্যাটফর্ম নম্বর ১ থেকে ৮, পূর্ব রেলের মুভমেন্টের জন্য ব্লক ছিল। আর প্ল্যাটফর্ম নম্বর ৯ দক্ষিণ-পূর্ব রেলের মুভমেন্টের জন্য ব্লক ছিল। সেই সময় কালকা মেল ৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করায় এই দুর্ঘটনা।
Be the first to comment