পুলকার দুর্ঘটনায় জখম তিন শিশুকে গ্রিন করিডোর করে চুঁচুড়া থেকে কলকাতায় নিয়ে আসা হল। তাঁদের নাম ঋষভ সিং, দিব্যাংশ ভগত ও অমরজিৎ সাহা। তিনজনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাচ্চাদের স্কুলে আনার পথে পোলবার কামদেবপুরে দুর্ঘটনার মুখে পড়ে একটি পুলকার। ১৫ জন শিশু ছিল গাড়িটিতে। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। এরমধ্যে গাড়িটির চালকও রয়েছে ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটেছে ৷ অন্য গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল ৷ আর সেইসময় আচমকাই তাঁদের সামনে থাকা একটি লরি ইউটার্ন করে। এরপরেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই লরিটিকে ধাক্কা মেরে পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায় পুলকারটি।
বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সেখানেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তিনটি শিশুর। জানা গিয়েছে, জখম ঋষভ শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সন্তোষ (পাপ্পু) সিংয়ের ছেলে ৷
দুর্ঘটনার খবর পেয়েই চুঁচু্ড়ার বিধায়ক অসিত মজুমদার হাসপাতালে পৌঁছন।সেখানকার ডাক্তাররা তিনটি শিশুকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সঙ্গে সঙ্গে গ্রিন করিডোর করে তাদের এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।
Be the first to comment