কুয়াশায় দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারলো গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হলো বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরির। ঘটনায় গুরুতর আহত ওই গাড়ির চালক সহ আরও তিনজন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কলকাতা থেকে সড়ক পথে নিজস্ব গাড়িতে বিজেপির জেলা সভাপতি শিলিগুড়ি ফিরছিলেন, তখনই ঘটে দুর্ঘটনাটি।
অভিজিৎবাবু শুক্রবারই দলের জেলা সভাপতি হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হন। জেলা সভাপতিদের তালিকা ঘোষণার জন্য তিনি নিজেও কলকাতায় দলের কার্যালয়ে ছিলেন। রাতেই কলকাতা থেকে শিলিগুড়ি ফিরছিলেন। চালক ছাড়া গাড়ির বাকিরা ঘুমিয়ে পড়েছিলেন। অভিজিৎবাবু বসেছিলেন চালকের পাশের সিটে।
ভোর সাড়ে চারটে নাগাদ ভাকুড়ি মোড়ে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। লরির লোকজনই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই অভিজিৎবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরাও গুরুতর জখম। তাঁদের চিকিৎসা চলছে।
Be the first to comment