বাস ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে মৃত ২০। আহত একাধিক। তামিলনাড়ুর তিরুপুরের দুর্ঘটনা। জানা গিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে কেরালার এরনাকুলামের দিকে যাচ্ছিল বাসটি। আর সেইসময় উলটো দিক থেকে একটি লরি আসছিল। ভোর সাড়ে চারটা নাগাদ বাস ও লরির মধ্যে সংঘর্ষ হয়। বাসটির বেশিরভাগ অংশই দুমড়ে-মুচড়ে গিয়েছিল। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা।
প্রাথমিকভাবে তারাই যাত্রীদের বের করতে শুরু করে। কিন্তু বাসের এমন অবস্থা ছিল যে, যাত্রীদের বের করে আনা প্রায় অসম্ভব হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পরে সিঁড়ি লাগিয়ে জানালা দিয়ে বের করা হয় যাত্রীদের।
ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আর একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ছ’জন মহিলা। বর্তমানে মৃতদেহগুলি তিরপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের তিরপুর সরকারি হাসপাতাল ও কোয়েম্বাটোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের সনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দ্রুত চিকিৎসা ও সমস্ত জরুরি পরিষেবার জন্য পালাক্কডের জেলা আধিকারিককে নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে যান কেরালার পরিবহন মন্ত্রী এ কে সসীনদ্রন। সঙ্গে রয়েছেন কৃষিমন্ত্রী ভি এস সুনীল কুমারও।
Be the first to comment