অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন অটোর ছ’জন যাত্রী। গরুতর জখম অবস্থায় এক যাত্রী ভর্তি হাসপাতালে।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে একটি পেট্রল পাম্পের কাছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ছ’জন যাত্রী নিয়ে অটোটি রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় সামনের দিক থাকা আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে অটোটিকে।
সংঘর্ষের ফলে অটোটি পুরো দুমড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও মল্লারপুরের থানার পুলিশ সাত জনকে অটো থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে ডাক্তাররা জানান, হাসপাতালে আনার আগেই ছ’জনের মৃত্যু হয়েছে। এক মহিলা যাত্রী গুরুতর আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত মৃত ও জখমদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে। অটো চালক সঞ্জয় মণ্ডলের (২২) বাড়ি রামপুরহাট শহরের কসাইপাড়াই। রামপুরহাট থানার খরুন গ্রামের বাসিন্দা পার্থ লেট মারা গেছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী রেণুকা লেট। বাকি চারজনের পরিচয় এখনও জানা যায়নি। খোঁজ চালাচ্ছে পুলিশ।
এই দুর্ঘটনার জেরে মল্লারপুরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বেশ কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্ষাতে জাতীয় সড়কের অনেক জায়গায় ভেঙে গেলেও এখনও পর্যন্ত সেই ভাঙা রাস্তা মেরামত করা হয়নি। এর ফলেই দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচিত অবিলম্বে রাস্তা মেরামত করা।
Be the first to comment