উল্টো দিক থেকে আসা লরির ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে গাড়ি। গাড়ির দরজা ভেঙে যখন পাঁচ যুবককে বাইরে বার করলেন এলাকার বাসিন্দারা, তিন জনের দেহে তখন প্রাণ নেই। রক্তাক্ত আরও দু’জনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
সোমবার সকালে ঘটনাটা ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চিরঞ্জিত কুণ্ডু (৩২), সুজিত মণ্ডল (৩৪) ও তপন ভট্টাচার্য (৩২)। গুরুতর জখম অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজয় দাস (৩৫) ও সুজয় (৩২)। সকলেই আসানসোলের বাসিন্দা।
এ দিন সকালে পুরুলিয়া থেকে আসানসোলে ফিরছিলেন তাঁরা। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের লিপানিয়া-বড়াশিনির কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। উল্টো দিক থেকে আসা একটি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়ি। তাতেই গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ তিন জনের। এক স্থানীয়ের কথায়, ‘‘গাড়িটির অবস্থা ছিল ভয়ানক। উদ্ধার করতে ছুটে গিয়ে আমরা শিউড়ে উঠি। দরজা কেটে বার করতে হয় ছেলেদের।’’
পুলিশ জানিয়েছে লরির চালক ও খালাসিকে আটক করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের পর তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
Be the first to comment