কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে দেশের মধ্যে সেরা বাংলা, উচ্ছ্বসিত হয়ে নিজেই জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে (এএসএমই) আবারও নজির গড়ল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আবার দেশের মধ্যে সেরা বাংলা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় এই তথ্য ভাগ করে নিয়েছেন। তথ্য পরিসংখ্যান দিয়ে তিনি দেখিয়েছেন, কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক অ্যনুয়াল সার্ভে অফ আনইনকর্পোরেটেড এন্টারপ্রাইসেজের রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে একাধিক ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলা।

রাজ্যের এই সাফল্যের খবর সোমবার নিজের এক্স হ্যান্ডেলে রাজ্বাসীর সঙ্গে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক বার্ষিক সমীক্ষায় আবারও প্রমাণিত হয়েছে যে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এমএসএমই) পশ্চিমবঙ্গ দেশের শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি, এই ক্ষেত্রে বাংলার মহিলাদের অসাধারণ অবদানও উঠ এসেছে।”
সদ্য আন্তর্জাতিক নারী দিবস গিয়েছে। এদিন সোশাল মিডিয়া পোস্টে বাংলার মেয়েদের সাফল্য নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। এদিন মুখ্যমন্ত্রী যে তথ্যগুলিকে সামনে রেখে এই পোস্ট করেছেন তার মধ্যে রয়েছে নির্দিষ্ট কতগুলি দফতরের সাফল্যের কথা। সমীক্ষায় উঠে আসা মূল পরিসংখ্যান,
১. ‘ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ’-এ কর্মরত কর্মীর সংখ্যার নিরখে পশ্চিমবঙ্গ সারা দেশে শীর্ষে (১৩.৮১%)
২. সারা দেশে ‘ম্যানুফ্যাকচারিং’ শিল্পে সর্বাধিক অংশীদার পশ্চিমবঙ্গের (১৬.০২%)
৩. ‘অন্যান্য পরিষেবা’ খাতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ সর্বাধিক (৩.০৯%)
৪. ভারতে মহিলা পরিচালিত শিল্প সংস্থার সর্বাধিক হার পশ্চিমবঙ্গে (৩৬.৪%)
৫. ‘আনইনকর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইসেজের’-এ কর্মরত মহিলা শ্রমিকের সর্বোচ্চ শতাংশ বাংলার (১২.৭৩%)
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর রাজ্যের এমএসএমই শিল্পের বিকাশ ও নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে আশাবাদী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলা সবসময় শিল্পোন্নয়ন ও নারীশক্তির ক্ষমতায়নের পথ ধরে এগিয়ে চলছে, আগামীদিনও তাই চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*