আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি বিভিন্ন জেলায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তার মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া প্রতিনিয়তই বদল হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহারের মাথাভাঙ্গায় ঘূর্ণিঝড়ে প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ঘর ভেঙে গেছে এবং অনেক কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গেছে, ফসলের ক্ষতি হয়েছে বলে জানা যায়। আজ রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা তেমন নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা– সব জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সোমবার ও মঙ্গলবারে ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে। উপরের দিকের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

বুধবারে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। দার্জিলিং থেকে মালদা– সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*