মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির পরও অভিযুক্ত এস আই পেল জামিন

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

যে পুলিশ সমাজের রক্ষক, সেই পুলিশেরই হাতে থানার ভিতরে সেখানেই কর্মরতা এক মহিলার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সম্প্রতি। পার্কস্ট্রিট থানার সেই ঘটনায় অভিযুক্ত সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে জামিন দিয়ে দিল ব্যাঙ্কশাল আদালত।
পার্কস্ট্রিট থানায় সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থার ঘটনায় গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর অভিষেক রায়। সোমবার অভিযুক্ত অভিষেককে তোলা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানে তাকে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারক। এই আবহে নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার হাই কোর্টে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, অভিযুক্ত সাব ইন্সপেক্টর জামিন পাওয়ায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তাঁর অভিযোগ, পুলিশকর্মীকে বাঁচাতে ঠিক ভাবে কেস সাজানো হয়নি। আর তাই অভিযুক্ত অভিষেক রায় নিম্ন আদালতে জামিন পেয়ে গিয়েছেন।
এর আগে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত সাব ইন্সপেক্টর অভিষেক রায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে। এরপরই অভিষেককে ‘ক্লোজ’ করা হয়। যৌন হেনস্থার অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। এই আবহে সোমবার অভিষেককে ব্যাঙ্কশালে আদালতে পেশ করেছিল পুলিশ। সেখানেই জামিনের আবেদন জানায় অভিযুক্ত অভিষেক। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত, অভিযোগ ওঠে, ৪ অগস্ট গভীর রাতে পার্কস্ট্রিট থানাতেই সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থা করে সাব ইন্সপেক্ট অভিষেক রায়। প্রথমে নাকি দুর্গাপুজো উপলক্ষে পোশাক দেওয়া হবে বলে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে ডেকে ছিলেন অভিষেক। নির্যাতিতার দাবি, অভিষেক রায় তাঁকে থানার রেস্ট রুমে ডেকে পাঠান।
পোশাক দেওয়ার নাম করে থানার রেস্ট রুমের ভিতর এসআই অভিষেক রায় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাঁর শ্লীলতাহানি করেন। এই ঘটনার পর ওই রাতেই পার্ক স্ট্রিট থানার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান সংশ্লিষ্ট মহিলা সিভিক ভলান্টিয়ার। তবে সেই সময় নাকি বিষয়টি ‘মিটমাট’ করে নিতে বলা হয়। পরে কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*