শিল্পী সিংহ (মেমারী)
আজ আমার প্রেমে এসেছে
নতুন ছিন
জীবন বড়ই বেরঙিন
থেমেছি যখন এক পশলায়
উড্ডীন ওড়ে তান্ডব লীলায়।
বাঁধনবিহীন অসীম টানে
শিরায় ওঠে স্ফুলিঙ্গ ফানে
আলো আঁধারির চমক ওঠে,
নাইবা তোকে পেলাম কাছে!
দীপ্ত মেয়ে ক্ষীপ্ত হয়ে
চাইযে তোকে অনেক কাছে
স্বপ্ন যখন নিরুদেশে
ছন্দ আসে মনে ঘেঁষে।
লক্ষ্য যখন চক্রব্যুহে
কান্ডারি সব অসীম গুহে
আবদ্ধ জীবন বন্ধ করে,
ছিনিয়ে আনে শরীরি টানে।
মধ্যমা কাটা রক্ত যখন
লুটিয়ে পড়ে ভূমির কোলে
অচীন দেশের রঙিন পাখি
সোমের রসে পড়েছে ঢুলে।
হয়েছি আমি অজানিত
নয়কো তোমার যাচিত,
নেফ্রনেতে রয়েছে আজও
অচীন পাখির নাম।
Be the first to comment