জল্পনার অবসান। বাংলার ফুটবলে গর্বের মুহূর্ত তৈরি হলো আইএফএ অফিসে। অবশেষে ইস্টবেঙ্গলের হয়ে সই করলেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডার জনি অ্যাকোস্টা। শুক্রবার বিকেলে আইএফএ অফিসে গিয়ে সই করেন জনি।
ঘরোয়া লিগ শুরু হওয়ার পরেই কলকাতায় চলে এসেছিলেন তিনি। কিন্তু আসেনি তাঁর আন্তর্জাতিক ছাড়পত্র (আইটিসি)। একের পর এক ম্যাচে মাঠে গিয়েছেন, আর বসে থেকেছেন সাইড লাইনের ধারে। পুরোদমে অনুশীলন শুরু করে দিলেও খেলতে পারেননি। অবশেষে মঙ্গলবার গভীর রাতে আসে তাঁর আইটিসি।
ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল জনিকে বুধবারের জর্জ টেলিগ্রাফ ম্যাচে নামানোর। আগের দিন অনেক রাত পর্যন্ত আইএফএ দফতরও খোলা ছিল লাল-হলুদ কর্তাদের অনুরোধে। কিন্তু তা হয়নি। অ্যাকোস্টার ছাড়পত্র আসতে বেজে যায় রাত পৌনে দুটো। তাই রুদ্ধশ্বাস জর্জ ম্যাচও তাঁকে দেখতে হয় মাঠের বাইরে বসেই। এ দিন সইয়ের পর নিশ্চিত হয়ে গেল বড় ম্যাচেই অভিষেক হতে চলেছে জনির।