প্রয়াত কিংবদন্তী অভিনেতা শ্রীরাম লাগু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ প্রতীম অভিনেতা শ্রীরাম লাগু ৷ পুণের এক বেসরকারি হাসরপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর ৷

১৯৭৮ সালে অমল পালেকরের ‘ঘরোন্দা’ ছবির জন্য সেরা সহ অভিনেতার ফিল্ম ফেয়ার পুরস্কার পান শ্রীরাম লাগু ৷ এছাড়াও তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলি হল মুকদ্দর কা সিকন্দর, ইনকার, জঞ্জির ও লাওয়ারিস ৷ শুধু সিনেমায় অভিনয় নয়, নাটকের নির্দেশনার সঙ্গেও যুক্ত ছিলেন শ্রীরাম লাগু ৷

এদিকে অভিনেতার প্রয়াণে ট্যুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করেন, বর্ষীয়াণ অভিনেতা ও চিকিৎসক শ্রীরাম লাগুর প্রয়াণে শোকাহত। হিন্দি, মরাঠী ছবি ও নাটকের মঞ্চ বিগত চার দশকে তাঁর অভিনয়ে সমৃদ্ধ। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।

পেশায় চিকিৎসক হলেও অভিনয়ের প্রতি তাঁর প্রেম ছিল দেখার মতো ৷ তাই তিনি চিকিৎসাকে পেশা হিসেবে দেখলেও, অভিনয়কে দেখতেন নেশা হিসেবে ৷ হিন্দি, মারাঠী, গুজরাতি তিন ভাষাতেই দক্ষ ছিলেন তিনি ৷ এই তিন ভাষার ছবিতেই চুটিয়ে অভিনয় করে গিয়েছেন শ্রীরাম লাগু ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*