করোনা মোকাবিলায় রাজ্য সরকার তহবিল গড়লেই, সমাজের সব শ্রেণির সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই। নাগরিকদের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থাও। এবার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করল পূর্ব ভারতের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাডামাস ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষণা করেছেন, রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে বারাসতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনা-চিকিৎসায় অস্থায়ী হাসপাতালের ব্যবস্থাও করা হচ্ছে। এখানে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিজেদের আধুনিক পরিকাঠামোর জন্য পরিচিত অ্যাডামাস পূর্ব ভারতের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়াও এটি বাংলার বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ও বটে। বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিত রায় জানান, ‘ক্যাম্পাসে পরিবার সমেত কমপক্ষে ৩০ জন চিকিৎসক থাকতে পারবেন। এছাড়াও ৬০০ জন নার্সের জন্য ব্যবস্থা রয়েছে। হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল ওই এলাকায় করা সম্ভব।’
উপাচার্য আরও জানিয়েছেন, ‘খুবই কঠিন সময় চলছে। আমাদের সবার উচিত সরকারের সাহায্য করা।’
Be the first to comment