আদানি ইস্যুতে সোমবার ফের উত্তপ্ত সংসদ।আজ অধিবেশন শুরুর আগে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন বিরোধী দলের সাংসদেরা।তবে বিরোধী শিবিরে প্রতিবাদের ইস্যুতে খানিক ভিন্ন পথ নিয়েছে তৃণমূল কংগ্রেস । তারা চায়, সংসদের অধিবেশন মুলতুবি না করে আলোচনায় অংশ নিয়ে সব দল নিজেদের মতামত তুলে ধরুক।
এদিন সকালে আদানি ইস্যুতে আলোচনার জন্য বিরোধী দলের নেতাদের নিজের কক্ষে আমন্ত্রণ জানান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমকে, এনসিপি, বিআরএস, জেডিইউ, সিপিএম, সিপিআই, কেরল কংগ্রেস, জেএমএম, আরএলডি, আরএসপি, আম আদমি পার্টি ও শিবসেনার সাংসদরা। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতি ও শুক্রবার সংসদের দুই কক্ষেই কোনও কাজ হয়নি। বিরোধীরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হয়ে ওয়েলে নেমে আসে। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে মুখ খুলতে হবে। পরিস্থিতি সামাল দিতে সংসদের দুই কক্ষই মুলতুবি করে দেওয়া হয়।
Be the first to comment