কালীপুজোর রাতে চলবে অতিরিক্ত মেট্রো, মিলবে গভীর রাত পর্যন্ত ট্রেন পরিষেবা

Spread the love

রোজদিন ডেস্ক :- কালীপুজোর রাতে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। কালীঘাট ও দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে দিনের বেলা মেট্রো বৃহস্পতিবার কম চললেও রাতে অতিরিক্ত চলবে। এর পাশাপাশি পূর্ব রেলও বারাসত ডানকুনি ও বারুইপুর শাখায় এবং রানাঘাটে অতিরিক্ত ট্রেন পরিষেবা দেবে কালীপুজো ও দীপাবলীর রাতে। বৃহস্পতিবার রাতে আটটি স্পেশাল মেট্রো চলবে। রাত ন’টা বেজে চল্লিশ মিনিটে পর থেকে বৃহস্পতিবার কুড়ি মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে রাত এগারোটা পর্যন্ত। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে রাত দশটা, দশটা কুড়ি, দশটা চল্লিশ ও সর্বশেষ রাত এগারোটায়।

এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে বৃহস্পতিবার রাত ৯টা ৪৮, ১০টা ২৮ ও ১০টা বেজে ৪৮ মিনিটে। তবে শিয়ালদা থেকে সল্টলেক ও সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।
অন্যদিকে, জানানো হয়েছে আগামী ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার কালীপুজো দীপাবলীর ভিড় সামলাতে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ ডানকুনি স্পেশাল ট্রেন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শিয়ালদা থেকে ছেড়ে রাত সোয়া বারোটায় ডানকুনি পৌঁছবে। ডানকুনি থেকে বৃহস্পতিবার রাত ১২টা ২৫মিনিটে যে ট্রেনটি ছাড়বে তা রাত ১টা বেজে ৫ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে।
শিয়ালদহ – বারাসত শাখায় শিয়ালদহ থেকে রাত বারোটা দশ মিনিটে যেটি ছাড়বে সেই ট্রেন রাত বারোটা পঞ্চান্ন মিনিটে বারাসত পৌছবে। বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে যে ট্রেনটি ছাড়বে সেই ট্রেনটির রাত ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। শিয়ালদহ রানাঘাট লাইনে স্পেশাল ট্রেনটি রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে রাত আড়াইটে রানাঘাটে পৌঁছবে। অপরদিকে রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে যে ট্রেনটি ছাড়বে সেটি রাত ১টা ৪০ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। শিয়ালদহ – বারুইপুর শাখায় স্পেশাল ট্রেন যেটি শিয়ালদা থেকে রাত সাড়ে বারোটায় ছাড়বে সেটি বারুইপুর পৌঁছবে রাত সোয়া একটায়। অপরদিকে, বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে যে ট্রেনটি ছাড়বে তা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে, রাত ২টো বেজে ১০ মিনিটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*