চেনেন এই মুসলিম মহিলাকে? হিজাব পরেই অফিস করেন, একসময় দেশের সংবাদ শিরোনামে ছিলেন উনি। বর্তমানে বয়স ঠিক ৩৪ বছর। তিন সন্তানের জননী। পাশাপাশি তিনি এম বি বি এস ডাক্তারও। কেরালার একটা পিছিয়ে পড়া মালাবার জেলা থেকে প্রথম মুসলিম মহিলা হিসাবে IAS হন তিনি। মহিলার নাম আদিলা আবদুল্লাহ।
বর্তমানে পোস্টিং কেরালার ওয়ানাড জেলার কালেক্টর হিসাবে️। যেখানকার সাংসদ রাহুল গান্ধী। কি করেছেন তিনি? কেনোই বা আবার তিনি সংবাদ শিরোনামে? জানা গিয়েছে, অত্যন্ত সুন্দরভাবে নিজের জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করেছেন তিনি। আর সেকারণেই প্রসংশিত হচ্ছেন দেশজুড়ে। তাঁর সঙ্গে সাংসদ হিসাবে যোগ্য সাথ দিয়েছেন রাহুল গান্ধীও। উপযুক্ত সমস্ত জিনিস সরবরাহে সহযোগিতা করেছেন। অসামান্যভাবে লকডাউন করিয়েছেন এই মহিলা। ফলে গত ১৬ দিন ধরে ওই জেলায় একটাও করোনা ভাইরাস পজিটিভ কেস ধরা পড়েনি।
এদিকে জেলার সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধীও।
Be the first to comment