এটা গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ রাষ্ট্রের জন্য অশনিসংকেত; বাবরি মসজিদ রায়দান সম্পর্কে মন্তব্য অধীরের

Spread the love

বারবি ধ্বংসের রায়ে একদিকে যেমন খুশি বিজেপি, অন্যদিকে ক্ষুব্ধ বিরোধীরা। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এক টুইট বার্তায় বলেন, ভারত জুডিসিয়ারির পরিবর্তে মোদীসিযারির দিকে এগোচ্ছে। যখন বিচার মেলে না, তখনই সন্ত্রাসবাদ জন্ম নেয়।

সারা পৃথিবীর মানুষ চোখের সামনে দেখলো বাবরি মসজিদ ধ্বংস করা হলো। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে! দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের ভরসা থাকছে না, এটা গণতান্ত্রিক ও ধর্মনিরপক্ষ রাষ্ট্রের জন্য অশনিসংকেত। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার-ব্যবস্থা, যারা মুক্তি পেল তারা নিজেরা গর্বিত। বিচারের বাণী ঠিক মতো ধ্বনিত না হলে আজ বাবরি মসজিদ ভাঙছে, কাল আমাদের মাথা ভাঙবে। হয়তো দেখবো আরও একজন বিচারপতি রাজ্যসভার এমপি হচ্ছে।

—— অধীর রঞ্জন চৌধুরী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*