মমতা-বিরোধিতায় আরও একটু শক্তি বাড়ার সম্ভাবনা তৈরি হল বিজেপির৷ এবার তাদের দলে নাম লেখাতে পারেন অধীররঞ্জন চৌধুরী৷ বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর খুব শীঘ্রই গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে রাজনৈতিক মহলের খবর৷
এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে রাজ্যে৷ কারণ, বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্র৷ তাঁর মমতা-বিরোধিতাও সর্বজন বিদিত৷ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপিতে যোগদান করলে স্বাভাবিকভাবেই বিজেপির শক্তি বাড়বে৷
এর আগে মুকুল রায়কে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ধাক্কা দিয়েছিল বিজেপি৷ তার পর অধীর চৌধুরী বিজেপিতে যোগদান করলে সেই বিরোধিতা আরও বাড়াতে সুবিধা হবে বিজেপির৷
প্রসঙ্গত, অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা হুমায়ুন কবীর ইতিমধ্যেই বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করে ফেলেছেন৷ তিনি এ নিয়ে নয়াদিল্লিতে ও কলকাতায় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন৷ তিনি রমজান মাস শেষে বিজেপিতে যোগদান করবেন বলে জানিয়েছেন৷
সূত্রের খবর, এই মুহূর্তে দু’টি সম্ভাবনা ঘুরছে৷ এক, অধীর হুমায়ুন এক সঙ্গে বিজেপিতে যোগদান করতে পারেন৷ দুই, হুমায়ুন আগে গেলেন পরে অধীর৷ উল্লেখ্য, ১৮ জুন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর সরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ ওই রমজানও শেষ হয়ে যাচ্ছে৷ ফলে রাজনৈতিক পর্যবেক্ষকরা গোটা ঘটনাকে এভাবেই দুই-দুইয়ে চার করে ফেলছেন৷
অন্যদিকে হুমায়ুন কবীর প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘অনেকেই আমার ঘনিষ্ঠ৷ কে কোথায় যাচ্ছে বলতে পারব না৷’’
আর এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পঞ্চায়েতের নিচুস্তরে তৃণমূলকে ঠেকাতে বিজেপির সঙ্গেও হাত ধরার বার্তা দেওয়া হয়েছে৷
ফলে সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে বড় চমকের অপেক্ষা শুরু৷
Be the first to comment