করোনা লকডাউনে ঘরে ফিরছেন শ্রমিক থেকে অনেক পরিবার। তবে দেশজুড়ে স্তব্ধতায় রাস্তা খা-খা করছে। জনমানবহীন রাস্তায় নেই খাবার, নেই পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রী। এই পরিস্থিতিতে অভুক্তদের মুখে খাবার তুলে দিতে ময়দানে নেমেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
শুধু তাই নয়, খাবার তৈরিতে হাত লাগানোর পাশাপাশি নিজে হাতে খাবার পরিবেশন করতেও দেখা গিয়েছে তাঁকে। লকডাউনে সাধারণ মানুষের খাবারের অভাব দূর করতে তাঁদের মুখে অন্ন তুলে দিচ্ছে এই কংরেস নেতা। মঙ্গলবার কমিউনিটি কিচেনে খুন্তি নাড়তে দেখা গেল বরিষ্ঠ এই কংগ্রেস নেতাকে।
সংবাদসংস্থা এএনআই-এর তরফে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ভারত সেবাশ্রম কর্মীদের উপস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী খাবার তৈরিতে হাত লাগিয়েছেন শুধু তা নয় পাশাপাশি, পরিবেশনও করছেন।
দেশে করোনা ভাইরাস মোকাবিলায় সকলেই হাত বাড়িয়েছেন সাধ্যমত। লকডাউনে বন্ধ খাবার দোকান থেকে যাতায়াত ব্যবস্থা। যা তৈরি করেছে খাবারের অভাব। গরীবদের অন্নসংস্থানে টান পরছে স্বাভাবিকভাবে।
সাধারণের খিদে মেটাতে তৈরি হয়েছে কমিউনিটি কিচেন। যেখানে সেইরকম মানুষদের জন্য হয়েছে খাবারের ব্যবস্থা। ঘরমুখী গরীব যারা খাবারের সমস্যায় পরেছেন তাঁরা সেখানে গিয়ে খাবার নিতে পারেন। দিল্লির কনউট প্লেসে সেইরকম একটি কমিউনিটি কিচেনে প্রয়োজনীয় এবং অভুক্তদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে।
করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে সতর্কতা একান্ত জরুরি। এই সময়ের মধ্যে ভারতের বাইরে যেতে বা বিদেশ থেকে ভারতে ফিরে আসার সময় সরকারের নির্দেশিকা মেনে চলা উচিত। তাছাড়া সাধারণ সতর্কতা অবলম্বনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশিকা মেনে চলা দরকার। সহায়তার জন্য স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ হেল্পলাইন নম্বর +91-11-23978046 বা মেইল আইডিতে ncov2019@gmail.com যোগাযোগ করুন।
করোনা ভাইরাস বা COVID-19 রোগ কীভাবে ছড়িয়ে পড়ছে তা বুঝতে এই ড্যাশবোর্ডটি তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ম্যাপটি ব্যবহার করে রোগটির ভয়াবহতা সম্পর্কে জানা সম্ভব।
Be the first to comment