সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। মূলত প্রধান বিরোধী দলের প্রতিনিধি এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। আগে এই পদে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার এই কমিটির চেয়ারম্যান হিসেবে অধীরের নাম প্রস্তাব করেছিল কংগ্রেস। বাংলা থেকে একমাত্র অধীর চৌধুরীরই বর্তমানে ক্যাবিনেট র্যাঙ্ক রইল। এর ফলে সংসদে তাঁর নিজস্ব দফতর থাকবে। সরকারি গাড়ি ও অনান্য সুবিধা পাবেন। শুক্রবার সংসদের ওই অফিসে গিয়েই দায়িত্ব বুঝে নেন অধীরবাবু। এই নিয়ে পঞ্চম কোনও বাঙালি সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন।
উল্লেখ্য, এবারও লোকসভা নির্বাচনে বহরমপুরে জয়ের ধারা অটুট রেখেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ১৯৯৯ সাল থেকে তিনি এ আসনে কংগ্রেসের হয়ে জিতে আসছেন। ইউপিএ আমলে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন অধীর। মুর্শিদাবাদের রবিনহুডকে এবার কংগ্রেসের সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অন্যদিকে, পাবলিক এস্টিমেটস কমিটির চেয়ারম্যান হিসেবে বাছা হয়েছে বিজেপির গিরিশ ভালচন্দ্র বাপতকে। পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে মীনাক্ষী লেখিকে। এসসি-এসটি উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বিজেপির কীর্তি প্রেমজিভাই সোলাঙ্কিকে। ওবিসি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সাংসদ গণেশ সিংকে।
Be the first to comment