কাফিল খানের ন্যায়বিচার নিশ্চিত করুন, প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি অধীর চৌধুরীর

Spread the love

উত্তরপ্রদেশের বিশিষ্ট চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে কেন জাতীয় সুরক্ষা আইন লাগু করা হল। প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে প্রশ্ন তুললেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মন্তব্য অন্য অনেকের মতো সিএএ-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন কাফিল খান যা করেছিলেন কংগ্রেস নেতারাও। অবিচারের দ্বারা রামরাজ্য হয় না, চিঠিতে মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে এদিন অধীর চৌধুরীর দাবি করেছেন, কাফিল খানের ন্যায় বিচার নিশ্চিত করুন। জেলে তাঁর দুঃসহ পরিস্থিতির কথাও তিনি উল্লেখ করেছেন।

অধীর চৌধুরী দলের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, সিএএ-র বিরুদ্ধে কংগ্রেস সংসদের ভিতরে ও বাইরে লড়াই করেছে। তিনিও করেছেন, অনেকেই করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন লাগু করা হয়নি।

মুম্বই থেকে উত্তর প্রদেশের টাস্ক ফোর্স কাফিল খানকে গ্রেফতার করেছিল। ২০১৯-এর ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তিনি উত্তেজনক বিবৃতি দিয়েছিলেন বলে অভিযোগ। ২০২০-র ১৪ ফেব্রুয়ারি কাফিল খানের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন লাগু করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*