তমোনাশ ঘোষের অকাল প্রয়াণে শোকপ্রকাশ অধীর চৌধুরীর

Spread the love

বুধবার সকালে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের প্রয়াণে শোকের ছায়া সব মহলে। তমোনাশের প্রয়াণে শোকপ্রকাশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

অধীর চৌধুরী জানিয়েছেন তমোনাশ ঘোষের মৃত্যু সতর্কবার্তা ৷ তাঁর মতে এই ঘটনা করোনার বিপদ সম্পর্কে সতর্কবার্তা ৷

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ মে থেকে চিকিত্‍সাধীন ছিলেন তমোনাশ৷ আজ অর্থাত্‍ বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়৷ তারপর মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৬০ বছর৷

তমোনাশের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ ১৯৯৮ থেকে দলের কোষাধ্যক্ষ৷ আমার ৩৫ বছরের সঙ্গী৷’

তমোনাশ ঘোষ ফলতার বিধায়ক ছিলেন৷ ২০০১ সালে প্রথমবার ফলতা থেকে জয়ী হন৷ তৃণমূলের অত্যন্ত দুঁদে নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি৷ ২০১১ সাল থেকে টানা বিধায়ক ছিলেন তমোনাশ ঘোষ৷ তাঁর বাড়ি কালীঘাটে৷

গত সপ্তাহেই তমোনাশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যানও ছিলেন তিনি৷ তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের অত্যন্ত নিষ্ঠাবান কর্মী ছিলেন তমোনাশ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খুবই স্নেহ করতেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*