কোরেগাঁও মামলায় ধৃত ভারভরা রাওকে মুক্তি দেওয়ার জন্য ওই মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপের অনুরোধ জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটি চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী লেখেন, এই দেশে ৮১ বছর বয়সে একজন ব্যক্তি তার অপরাধ না জেনে বছরের পর বছর ধরে কারাগারে বন্দি ছিলেন এখন তিনি চিকিৎসা সহায়তা না পেয়ে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাঁর নাম কবি ভারভরা রাও। সম্প্রতি কবি ভারভরা রাওকে শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য স্যার জে জে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিন তাঁর স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে অধীর রঞ্জন চৌধুরী আরও লেখেন, দয়া করে তাঁকে তাঁর কারাবস্থা থেকে মুক্তি দিন, জেল থেকে মুক্ত করুন, এই যুগে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারতের পক্ষে হুমকিস্বরুপ হতে পারেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা ওই চিঠিতে বরিষ্ঠ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বারংবার এই মামলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানান। তিনি বলেন এই মামলায় যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করেন, যদি কবি ভারভরা রাওয়ের জীবন না বাঁচান, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
Be the first to comment