সম্পদ বেড়েই চলেছে মুকেশ আম্বানির। বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই একের পর এক শিখর স্পর্শ করে চলেছেন তিনি। বর্তমানে বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার। এই যাত্রায় পিছনে ফেলে দিয়েছেন ইউরোপের ধনীতম ব্যক্তিকে।
জানা গিয়েছে, বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮০.৬ বিলিয়ন বা ৮০৬০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় চার নম্বরে ছিল ফরাসি শিল্পপতি বার্নার্ড আরনল্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর সংস্থা LVMH-এর আয় ধাক্কা খেয়েছে। যার ফলে সম্পদের নিরিখে ইউরোপের ধনীতম ব্যক্তিকে পিছনে ফেলে দিলেন ভারতের অনিল আম্বানি।
আর রবিবার মুকেশ আম্বানিকে টুইট করে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
দেখুন টুইট
Be the first to comment