‘নির্মলা’ নন ‘নির্বলা’, অর্থমন্ত্রীকে কটাক্ষ করে বিতর্কে অধীর চৌধুরী

Spread the love

দেশে অর্থনৈতিক সংকট নিয়ে অর্থমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে বিতর্ক তৈরি করেছিলেন বহরমপুরের সাংসদ ৷ এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ‘নির্বলা’ হিসেবে উল্লেখ করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ৷

এদিন হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণ ইশুতে উত্তাল হয় সংসদ ৷ সংসদ উত্তপ্ত হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও ৷ এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, তাঁকে জঘন্যতম অর্থমন্ত্রী হিসেবে উল্লেখ করা হচ্ছে ৷ অথচ তাঁর কার্যকালের মেয়াদই এখনও ফুরোয়নি ৷ যদি কথা শোনার জন্য কোনও সরকার হয়, তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সরকার ৷ এই প্রসঙ্গেই নির্মলাকে আক্রমণ করেন অধীর।

মোদি সরকার সবসময়ই সব প্রশ্নের উত্তর দিয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷ এই সরকারকে কটাক্ষ করে অনেকে সুট-বুটের সরকার বলেও উল্লেখ করেন ৷ কিন্তু কর্পোরেট কর কমিয়ে এই সরকার বড়, ছোটো সবরকম ব্যবসার উন্নতিতেই সাহায্য করেছে বলে উল্লেখ করেন নির্মলা ৷

এরপরই সরব হন অধীর ৷ সংসদে বক্তৃতা পেশ করতে গিয়ে অর্থমন্ত্রীকে উল্লেখ করে তিনি বলেন, অধীর নির্মলাকে সম্মান করেন । কিন্তু কখনও কখনও তাঁর মনে হয় নির্মলা সীতারমন না বলে নির্বলা নামে ডাকা বোধ হয় ঠিক হবে । তাঁর মত, ”নির্মলা অর্থমন্ত্রীর পদে তো রয়েছেন । কিন্তু নির্মলা যা চাইছেন তা করার ক্ষমতা আপনার নেই ৷ অন্য কেউ তাঁর হয়ে সব দায়িত্ব পালন করছে ৷ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্কের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ৷ নিজের মেধার জোরেই নির্মলা আজ এখানে ৷ মহিলাদের জন্য এটি অত্যন্ত অসম্মানজনক ৷ এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তাঁকে ৷ সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালও অনুরাগ ঠাকুরের সুরেই অধীরকে ক্ষমা চাইতে বলেন ৷

বিজেপির তরফে বলা হয়, একজন মন্ত্রীকে, বিশেষ করে এক জন মহিলাকে এভাবে ব্যক্তি আক্রমণ করা ঠিক হয়নি ৷ এদিকে কংগ্রেসের বক্তব্য, অধীর বক্তব্য শুরুই করেছিলেন নির্মলাকে সম্মান করেন এই জানিয়ে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*