পেগাসাস প্রসঙ্গে কেন ভয় পাচ্ছেন মোদী? সংসদে প্রতিবাদের ঝড়

Spread the love

পেগাসাস ইস্যু ও ট্রাইবুনাল রিফর্ম বিল ২০২১ নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধীদের কার্যত তুমুল হইহট্টগোল ও প্রতিবাদের জেরে সোমবার সকাল থেকে অন্তত তিনবার সাংসদের কাজকর্ম মুলতুবি হয়ে যায়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘এই সরকার বার বার জনপ্রতিনিধিদের অধিকারকেও কেড়ে নিচ্ছে। বিরোধীরা এই বিল নিয়ে আলোচনা চেয়েছিল। এর সঙ্গেই পেগাসাস ইস্য়ু নিয়ে আলোচনা শুরু করার দাবি জানানো হয়েছিল। কিন্তু সেটা করা হয়নি।’

প্রসঙ্গত পেগাসাস ইস্যুতে সংসদের বাইরে ও ভেতরে বার বার সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। এনিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। পেগাসাস ইস্যুতে তদন্তের আবেদন জানিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদনও করা  হয়েছে। এদিকে এদিন বাসভবনের বাইরে সংবাদমাধ্যমের সামনে অধীর চৌধুরী জানান, ‘কেন মোদী ভয় পাচ্ছেন? এই আড়ি পাতা নিয়ে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন আমাদের রয়েছে। এটা শুধু ভারতের আলোচনার বিষয় নয়। ইজরায়েল, ফ্রান্স, আমেরিকা, ইউরোপিয়ান নেশনস এব্যাপারে তদন্ত করছে। সরকার আগে বিরোধীদের প্রশ্নের জবাব দিক। তারপর অন্য বিষয়ে এগোন যাবে।’

অধীর আরও বলেন, ‘আমরা জনগণের প্রতিনিধি। তাঁদের দাবি আমরা সংসদে তুলে ধরার জন্য এসেছি। সরকার জোর করে বিল পাশ করার চেষ্টা করছে। এটা সংসদের নিয়মের বাইরে। প্রধানমন্ত্রী সংরক্ষণের কোটা ঘোষণা করছেন সংসদের বাইরে। তাঁরা সংসদের মর্যাদাহানি হয় এমন বিষয় করছেন।’ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*