মমতার প্রশ্রয়েই দুর্নীতি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব অধীর চৌধুরী

Spread the love

প্রথমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়, তারপর গরু পাচার কাণ্ডে বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুললেন অধীররঞ্জন চৌধুরী৷ বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে লোকসভার কংগ্রেস দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন করেন, কেন আপনি নৈতিকতার কারণে পদত্যাগ করবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীরা দুর্নীতির পাকে জড়িয়ে পড়ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন অধীর চৌধুরী৷

তবে কেন্দ্রীয় এজেন্সির হাতে ধরা পড়লে দায় ঝেড়ে ফেলছেন তৃণমূল নেত্রী৷ তাই তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর সতর্কবার্তা, বি অ্যাওয়ার অব দিদি৷ দিদি হইতে সাবধান৷ বিপদে পড়লে দিদি কিন্তু পাশে থাকবে না৷

এদিনই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অধীর৷ তার আগেই সিবিআই বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে৷ অনুব্রতর গ্রেফতারির প্রসঙ্গে বিমানবন্দরে অধীর জানিয়েছিলেন, আগেই গ্রেফতার করা উচিত ছিল৷ দেরিতে হল৷ অনুব্রতর গ্রেফতারিতে উচ্ছ্বসিত বিরোধীরা জেলায় জেলায় চড়াম চড়াম ঢাক বাজিয়ে বাতাসা, নকুলদানা বিলোতে থাকে৷ তবে গ্রেফতারি এড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন অনুব্রত৷ অসুস্থতার কারণ দেখিয়ে বার বার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন৷ এ নিয়ে সাংবাদিক সম্মেলনে কটাক্ষ করেন অধীর৷ তিনি বলেন, সিবিআই, ইডি, সিআইডি ডাকলে অধীর হাসপাতালে দৌড়বে না৷

পার্থর পর তৃণমূলের আর এক ওজনদার নেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি৷ এ প্রসঙ্গে অধীর বলেন, অনুব্রতকে এতদিন গ্রেফতার করা হল না কেন? আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে বলে সিবিআই, ইডি তৎপরতা দেখাচ্ছে৷ বীরভূমের একজন শুধু গরু পাচার নয় সব কিছুর সঙ্গে জড়িত৷ সবে হিমশৈলের চূড়ামাত্র৷ জেলে এরপর শুধু তৃণমূলের চোররাই থাকবে৷ এই তদন্ত নবান্ন পর্যন্ত যাবে৷ দিদির টিমের লোকেরাই গ্রেফতার হচ্ছে৷ এই দুর্নীতিতে পুলিস সুপার থেকে আইজি, ডিজি, থানার আইসি এবং বিএসএফও জড়িত৷

এরপরই তৃণমূল কর্মীদের উদ্দেশে অধীর জানান, দিদির থেকে সাবধান৷ যখনই দলের কেউ বিপদে পড়ে তখনই কিন্তু দিদি পাশ থেকে সরে যায়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*