পাহাড়ের পর্যটনকে আরও উন্নত করতে এবার রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে যে পাহাড়ের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রীতি, খাদ্যাভাস ও অনুষ্ঠানকে তুলে ধরা হবে। এবিষয়ে ১৫টি (গোর্খা, নেপালি, লেপচা, মায়েল, তামাং, শেরপা, ভুটিয়া, খাম্বুরাই, মানগড়, লিম্বু, নেওয়ার, খাস, কামী, ধিমাল, ভুজেল) সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রর সঙ্গে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে। লোক শিল্প কেন্দ্র গড়া হবে প্রতিটি কেন্দ্রেই। আদিবাসীরা প্রতিটি কেন্দ্রে তাদের পারম্পরিক বেশভূষা, অস্ত্র, বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী সকলের সামনে তুলে ধরবে।
এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ইতিমধ্যেই ১৫ কোটি টাকা ধার্য করেছে। পাহাড়ের সম্মেলনে আধিকারিকরা এই উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ও তাদের জমি খোঁজার নির্দেশ দিয়েছিলেন যেখানে সরকার এই লোক শিল্প কেন্দ্রগুলি গড়বে। আটটি উন্নয়ন বোর্ড জমি ইতিমধ্যেই খুঁজে পাওয়া গেছে। প্রতি উন্নয়ন বোর্ডকে এর জন্য ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে।
Be the first to comment