বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল পুলিশ অফিসার আদিল বশির চম্পট দিয়েছিলেন সাতটি এ কে ৪৭ রাইফেল নিয়ে। অনুমান ছিল জঙ্গি সংগঠনে যোগ দেবেন ওই পুলিশ অফিসার। খবর ছিল জঙ্গিদের হাতে ওই রাইফেল পাচারও করে দিয়েছেন তিনি। আর এ বার জানা গেল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন আদিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আদিল বশিরের একটি ছবি। সেই ছবিতে হাতে এ কে ৪৭ নিয়ে হিজবুল কম্যান্ডার জিনাত-উল-ইসলামের সঙ্গে দেখা গিয়েছে আদিলকে।
শ্রীনগরে পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির বিধায়ক আলিয়াজ আহমেদ মীরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্পেশ্যাল অফিসার আদিল বশির। গত শুক্রবার ২৮ সেপ্টেম্বর বিধায়কের বাড়ি থেকেই রাইফেলগুলি নিয়ে চম্পট দেন বশির। খবর পেয়েই বিধায়কের বাড়িতে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নিখোঁজ আদিল বশির এবং খোয়া যাওয়া অস্ত্রগুলির খোঁজ দিতে পারলে পুরস্কার স্বরূপ মিলবে নগদ ২ লক্ষ টাকা। এ কথাও ঘোষণা করে পুলিশ। যদিও এখনও পুলিশের জালে পাকড়াও হয়নি আদিল।
Be the first to comment