মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, প্রয়োজনে মুখ্যমন্ত্রী হন অভিষেক : অধীর

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে আরও একবার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রবিবার তিনি বলেন, “দিদি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তাঁর উচিত সরে যাওয়া। অন্য কাউকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিন। খোকাবাবুকেও দিতে পারেন। উনি ফেসপাউডার মেখে তৈরি আছেন। আমাদের কোনও আপত্তি নেই।”
রবিবার প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধানভবনের সাংবাদিক বৈঠক থেকে লাগাতার রাজ্যের পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরী বলেন, “টালা থানার ওসি গ্রেফতার হতেই সব ভেস্তে গেল। দিদির কাছের ভাই সন্দীপ ঘোষ। এই দুই ব্যক্তির গ্রেফতারের খবর পৌঁছতেই দিদির কাছে অপশন ছিল না। দিদি সব সময় চাইছেন ডাক্তারার বৈঠক রিফিউজ করুক। তাঁর কথা শুনে মনে হচ্ছে, ওঁর মতো মানুষ হয় না। উনি অনেক কথা বলেছিলেন। কিন্তু, ডাক্তারদের পাঁচ দফা দাবি নিয়ে কোনও কথা বললেন না। এদিন তাঁর কথায়, দিদির একটাই লক্ষ্য আন্দোলনকারীদের ভিলেন বানিয়ে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়া। ছাত্ররা যে আন্দোলন করছেন তা চমৎকার। স্নায়ুর লড়াই চলছে।” আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে অধীরের বার্তা, “নৈতিকতার লড়াইয়ে আন্দোলনকারীরা জানেন কখন এগোতে হয়, কখন পিছতে হয় ৷ তাঁরা সবটাই জানেন। দিদির চালাকি ওঁরা ধরে ফেলেছেন। এখন সেভাবেই এগোচ্ছেন। দিদি কল্পনাই করতে পারেনি, ডাক্তাররা বৈঠকের সরাসরি সম্প্রচার না হওয়ায় ফিরে আসবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*