আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে বিরোধী জোটকে এবার একহাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মূল উদ্দেশ্যই হচ্ছে দেশে অস্থিরতা সৃষ্টি করা । বিজেপির শাসনকালে গোটা দেশে উন্নয়নের জোয়ার এসেছে আর সেই জন্যেই ভয় পাচ্ছে বিরোধী দলগুলি । তাই তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপিকে ছোট করতে চাইছে । বিরোধী দলগুলি সম্পূর্ণ উন্নয়ন বিরোধী , মন্তব্য করেছেন যোগী । নেতৃত্ব প্রসঙ্গে বিরোধী জোটকে তীব্র কটাক্ষ করে যোগী বলেছেন এই জোটকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কারওর নেই ।
২০১৯-এও কেন্দ্র সরকার গড়বে বিজেপি, এমনটাই মত যোগীর। পাঁচ বছরের শাসনকালে বিজেপি যা কাজ করেছে সেই পরিপ্রেক্ষিতেই ভোটার আবার তাদেরকেই নির্বাচিত করবেন বলে মনে করেন আদিত্যনাথ ।
Be the first to comment