মুখ্যমন্ত্রী যোগী আদত্যনাথের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য সম্প্রচার ৷ যার বড়সড় মূল্য চোকাতে হল একটি বেসরকারি খবরের চ্যানেলের সম্পাদককে ৷ অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডাতে ৷ ঘটনার সূত্রপাত গত ৬ জুন ৷ ওই বেসরকারি চ্যানেলে একটি তর্ক বিতর্কের অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে বক্তা হিসেবে হাজির ছিলেন এক প্রখ্যাত মহিলা ৷ বিতর্ক চলাকালীন যোগী আদিত্যনাথ সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন ওই মহিলা ৷ আর তারপরই ঘটে বিপত্তি ৷ ওই মহিলার বক্তৃতাটি সম্প্রচার হয়ে যায় টিভি পর্দায় ৷
এই ঘটনাটির পরই চ্যানেলটির এডিটরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন একটি রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী ৷ আসল সত্য ঘটনা এড়িয়ে কীভাবে মিথ্যে বক্তব্য টিভি পর্দায় রাখলেন ওই মহিলা ৷ সেটি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ দেখান তারা ৷ এই ঘটনা প্রসঙ্গে এক প্রবীণ পুলিশ অফিসার জানান, অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হলে রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে ৷
Be the first to comment