পুরানকে হাতিয়ার করেই বিরোধীদের সব প্রশ্নের জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Spread the love
এলাহাবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ। নাম বদলের পর বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন সংগঠনের তরফে বিরোধিতা করা হয়েছে এই নাম পরিবর্তনের। পুরানকে হাতিয়ার করেই তার জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রবিবার হরিদ্বারে এক অনুষ্ঠানে এই নাম পরিবর্তনের প্রসঙ্গ ওঠে। তখনই নিজের ভঙ্গিতে তার জবাব দেন যোগী। পৌরানিক খারাপ ব্যক্তিদের উদাহরণ টেনে আনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ” আমি যখন এলাহাবাদের নাম পরিবর্তন করি তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ তো বলেছিলেন নামে কী এসে যায়। আমি তাঁদের বলছি, তাঁদের বাবা-মা কেন তাঁদের নাম রাবণ বা দুর্যোধন রাখেননি? এই দেশে নামের গুরুত্ব অনেক বেশি।”
যোগী আদিত্যনাথ আরও বলেন, ভারতে বেশিরভাগ নামই ভগবান রামের সঙ্গে যুক্ত। এই নাম তপশিলি জাতির লোকেরা বেশি ব্যবহার করে থাকেন। কারণ ‘রাম’ নাম ভারতের ঐতিহ্যশালী সংষ্কৃতির পরিচয় দেয়। ১৬ অক্টোবর উত্তরপ্রদেশ মন্ত্রিসভা এই নাম পরিবর্তনের ব্যাপারে যোগীর প্রস্তাবে সবুজ সঙ্কেত দেয়। যোগী বারবার বলে এসেছেন, এই নাম পরিবর্তন সাধারণ মানুষের ইচ্ছে পূরণের জন্যই হয়েছে।
বিজেপি’র তরফে নাম পরিবর্তনকে সমর্থন করে বলা হয়েছিল, এলাহাবাদের আসল নাম ছিল প্রয়াগরাজ। মুঘলরা এ দেশে শাসন শুরু করার পর মুঘল সম্রাট আকবর ১৫৭৫ সালে প্রয়াগরাজের নাম পরিবর্তন করে রাখেন এলাহাবাদ। উত্তরপ্রদেশের বিজেপি’র এক মুখপাত্র বলেছেন, ” বিজেপি সরকার আকবরের ভুল শুধরে দিয়েছে। ”
এলাহাবাদের নাম পরিবর্তনের ব্যাপারে সবথেকে বেশি বিরোধিতা করেছিল কংগ্রেস। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ” যাঁরা এই নাম পরিবর্তনের বিরোধিতা করছেন, তাঁরা নিজেদের ইতিহাস, সংষ্কৃতি, ঐতিহ্য সম্পর্কে কিছুই জানেন না। তাঁদের কাছে ভালো কিছুর আশা আমরা করতে পারি না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*